নতুন সেলফি ফোন আনল ভিভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:২৪
অ- অ+

সেলফি কেন্দ্রীক নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২০ প্রো। এই ফোনের সেলফি ক্যামেরায় বিশেষ চমক থাকছে। এই ফোনে ৫জি কানেকটিভিটি থাকছে।

ডুয়াল সিম (ন্যানো) যুক্ত ফোনটি অ্যানড্রয়েড ১০ ভার্সানের ফান টাচ ওএস ১১ সফটওয়্যার ভিত্তিক। এতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। ফলে ভিডি দেখা কিংবা গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫৬জি চিপসেটের এই ফোনে পাবেন ৮ জিবি র‌্যাম। ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। অর্থাৎ বুঝতেই পারছেন, দিব্যি, সিনেমা, ভিডিও এবং বড়সড় অ্যাপ ডাউনলোড করে রাখলেও ফোনটি স্লো হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।

হ্যান্ডসেটটিতে তিনটি রিয়ার ক্যামেরা করেছে। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ৮ ও ২ এমপির। দূরের ছবিও উঠবে বেশ স্পষ্ট। সেলফি ক্যামেরাতেও রয়েছে চমক। ফোনটিতে সেলফি তোলার জন্য দুইটি সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। ৪৪ ও ৮ এমপি বিশিষ্ট সেই ফোনে সেলফি তোলার মজাই আলাদা। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশিষ্ট ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যায়।

ভারতে ফোনটির দাম ২৯ হাজার ৯৯০ রুপি।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা