নতুন সেলফি ফোন আনল ভিভো

সেলফি কেন্দ্রীক নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২০ প্রো। এই ফোনের সেলফি ক্যামেরায় বিশেষ চমক থাকছে। এই ফোনে ৫জি কানেকটিভিটি থাকছে।
ডুয়াল সিম (ন্যানো) যুক্ত ফোনটি অ্যানড্রয়েড ১০ ভার্সানের ফান টাচ ওএস ১১ সফটওয়্যার ভিত্তিক। এতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। ফলে ভিডি দেখা কিংবা গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫৬জি চিপসেটের এই ফোনে পাবেন ৮ জিবি র্যাম। ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। অর্থাৎ বুঝতেই পারছেন, দিব্যি, সিনেমা, ভিডিও এবং বড়সড় অ্যাপ ডাউনলোড করে রাখলেও ফোনটি স্লো হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।
হ্যান্ডসেটটিতে তিনটি রিয়ার ক্যামেরা করেছে। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ৮ ও ২ এমপির। দূরের ছবিও উঠবে বেশ স্পষ্ট। সেলফি ক্যামেরাতেও রয়েছে চমক। ফোনটিতে সেলফি তোলার জন্য দুইটি সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। ৪৪ ও ৮ এমপি বিশিষ্ট সেই ফোনে সেলফি তোলার মজাই আলাদা। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশিষ্ট ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যায়।
ভারতে ফোনটির দাম ২৯ হাজার ৯৯০ রুপি।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

প্রাইভেসি স্ট্রাটেজি কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড জিতল জেডটিই

ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ভারতের মামলা

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন যেভাবে

নাসায় ইন্টার্নশিপ করতে এসে নতুন গ্রহের সন্ধান পেলো কিশোর

তিন ক্যামেরার সেরা পাঁচ বাজেট ফোন

ইন্টারনেট নিরাপত্তায় চীনের নয়া উদ্যোগ

অস্ট্রেলিয়াকে ব্লকের হুমকি গুগলের

৩০০ উপজেলায় মোবাইল ফোন সেবার মান যাচাই করবে বিটিআরসি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখা যাবে বিন্জে
