আর জঙ্গলে থাকতে হবে না 'বাস্তবের মোগলি’কে!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৪৪| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৪১
অ- অ+

মানুষের আদল থাকলেও দেখতে অনেকটা সে ভিন্ন। তাই গ্রামের মানুষের কাছে বিদ্রুপের পাত্র হয়ে উঠেছিল। ২১ বছর বয়স পর্যন্ত মায়ের আদর যত্ন থেকেও বঞ্চিত ছিল ওই তরুণ। বিদ্রুপের হাত থেকে বাঁচতে জঙ্গলে কাটতো তার বেশিরভাগ সময়। রুয়ান্ডার এই তরুণের ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চর্চা চলছে।

এলির এমন জীবনের জন্য দায়ি কে? সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তরুণের মা জানান তিনিই সঠিকভাবে দেখভাল করতে পারেননি তার সন্তানের।

তিনি বলেন, নিজের প্রথম পাঁচটি সন্তানকে হারানর পর এলি ছিল তার ছয় নম্বর সন্তান। কিন্তু এলির শরীরে ছিল দৈহিক সমস্যা। মাথা বড় ছিল। দাঁতও বেশ অদ্ভুত ছিল। অদ্ভুত আকার ইঙ্গিত করত সে। গ্রামের লোকেরা তাকে তাড়া করত, ঢিল মারত। সেই বিদ্রুপের হাত থেকে বাঁচতে অদ্ভুত মুখভঙ্গি করত এলি।

আসলে তার একটা অসুখ আছে, মাইক্রোসেফালি। এরপর সে জীবনের অধিকাংশ সময় পশুদের সঙ্গে জঙ্গলে কাটায়। ‘আফ্রিম্যাক্স’ নামের স্খানীয় টিভি চ্যানেলে তাঁর সাক্ষাৎতার দেখানো হয়। সেই চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নাগরিকরাও এখন তাঁকে আর্থিকভাবে সাহায্য করছে।

চ্যানেল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, ‘এই একলা মা ও তার সন্তানকে সাহায্য করতে এগিয়ে আসুন। কোনো উপার্জন নেই। তাই খাদ্যের অভাবে ভুগছে পরিবারটি। এই তরুণটিকে জঙ্গলে গিয়ে ঘাস খেতে হয় খিদের তাড়নায়। আসুন এই ছেলেটি ও তার মায়ের জীবন বাঁচাই।’

চ্যানেলটির প্রচারের পর এরই মধ্যে প্রায় ৪ হাজার ডলার অনুদান জমা হয়েছে। সামাজিক মাধ্যমেও অনুদান পাঠাচ্ছেন অনেকে। সূত্র: জি নিউজ

ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা