লালমনিরহাটে সীমান্তবেড়া থেকে পড়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ০৮:৩৪
অ- অ+

লালমনিরহাটে সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গিয়ে কাঁটাতারের বেড়া থেকে পড়ে খুরশীদ আলম ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট সেবকদাস সীমান্তে ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত খুরশীদ আলম ফকির উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট সেবকদাস গ্রামের সামছুল হকের ছেলে।

সীমান্তবাসীরা জানান, সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছে কাঁটাতারে উঠে ভারতীয় গরু পারাপার করছিলেন ছয়-সাতজন যুবক। হঠাৎ বেড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন খুরশীদ আলম। তার সঙ্গীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা