লক্ষ্মীপুরের মেঘনায় পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

লক্ষ্মীপুরে রামগতির মেঘনার আসলপাড়া এলাকায় এসিআই কোম্পানির নয় কর্মকর্তা ও কর্মচারীসহ পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় নয়জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযেগিতায় আটজনকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে একজন। নিখোঁজ ব্যক্তি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে আলেকজান্ডারের মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আলেকজান্ডার বেড়ি বাঁধ থেকে রবি তালুকদারের নেতৃত্বে এসিআই কোম্পানির আরো আটজন নৌকায় করে ঘুরতে চর আবদুল্লাহর দিকে যাচ্ছিল। হঠাৎ নদীর জোয়ারের পানিতে ডুবে যায় নৌকাটি। এসময় নিখোঁজ হয় নয়জন। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হলেও নিখোজঁ রয়েছে রবি তালুকদার নামে এসিআই কোম্পানির এক কর্মকর্তা।

উদ্ধাররা হচ্ছেন- জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাদেকুর রহমান, আবদুল আজিজ, আবদুর রশিদ ও হাফিজুর রহমান।

রামগতি থানার ওসি সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রবি তালুকদার এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবরিদল ও পুলিশের যৌথ অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :