রাজাকার চরিত্রে বড়দা মিঠু

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার ‘ফিরে দেখা’ ছবিতে নাম লেখালেন অভিনেতা মাহমুদুল হাসান মিঠু ওরফে বড়দা মিঠু। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করবেন রোজিনা নিজেই। অর্থাৎ ‘ফিরে দেখা’র মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে তার।
মুক্তিযুদ্ধের একটি গল্পে নির্মিত হবে ‘ফিরে দেখা’। ছবিটিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বড়দা মিঠু। এখানে তাকে দেখা যাবে খল চরিত্রে অর্থাৎ রাজাকারের ভূমিকায়।
এ প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘রোজিনা আপার ছবিতে রাজাকার চরিত্রে অভিনয় করছি। চরিত্রটিতে ভিন্নতা আছে, যেটা দর্শক আগে দেখেননি। একেবারে নতুন কিছু পেতে চলেছেন দর্শক। আশা করছি, ছবি মুক্তি পেলে চরিত্রটি সবাই পছন্দ করবেন।’
সম্প্রতি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ছবির শুটিং শেষ করেছেন এই অভিনেতা। নির্মাণাধীন রয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’। এছাড়া ‘বাংলার ভাবী’ নামে একটি ছবিতেও কাজ করছেন বড়দা মিঠু। নতুন করে যুক্ত হলেন ‘ফিরে দেখা’র সঙ্গে।
পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করবেন চিত্রনায়িকা রোজিনা। তার বিপরীতে দেখা যাবে ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চনকে। ছবির নায়ক নিরব। তবে নায়িকা কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএম/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

সাভারে ডিপজল-জয়ের ‘হাতাহাতি’

সুশান্তের নামে দিল্লিতে রাস্তা

সালমানের মৃত্যুর খবরে চিৎকার করে কেঁদেছিলেন ফরীদি

মুক্তি পাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’

নায়লা নাঈম এবার থ্রিডি সিনেমায়

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের জীবনী নিয়ে সিনেমা

ওটিটিতে মুক্তি পেল অপূর্বর ‘ট্রল’

সজল বিয়েতে সাক্ষী হলেই সংসার সুখের

‘ইত্যাদি’ এবার চট্টগ্রামে
