অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন চান কৃষিবিদরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ১৪:১৮
অ- অ+

করোনা পরিস্থিতিতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে কৃষিবিদসহ কৃষির সাথে সম্পৃক্ত সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংগঠনের নির্বাহী সভাপতি কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ২১ জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আট শতাধিক কৃষিবিদ। এরমধ্যে মারা গেছেন ৫০ জন। মহামারিকালে দেশে খাদ্য চাহিদার যোগান অব্যাহত রাখা, কৃষি কাজের বিভিন্ন প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছানোসহ সব ধরনের দায়িত্ব সাফল্যের সাথে পালন করে যাচ্ছেন কৃষিবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও কৃষকেরা।

নেতৃবৃন্দ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গিয়ে যেসব কৃষিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সম্মুখযোদ্ধা ঘোষণা করে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দাবি করছি। একইসঙ্গে সামনের কঠিন দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদ ও কৃষির সাথে সম্পৃক্ত সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আমরা একান্ত অনুরোধ জানাই।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা