৪৩তম বিসিএস প্রিলিমিনারির আবেদন ও পরীক্ষা পেছালো

৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় ও প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার পিএসসির কমিশনের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়।
পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তী দুই মাস বাড়ানো হয়েছে। ইউজিসির পাঠানো আবেদনকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
চেয়ারম্যান বলেন, ‘আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় পিছিয়ে দেয়া হয়েছে। এটি আগামী ৬ আগস্ট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও এ সময়ে প্রিলিমিনারি পরীক্ষা শুরু করা হবে।’
প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যরা কমিশনকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায়। তার পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে ইউজিসির পক্ষ থেকে চিঠি দেয়া হয়।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/টিএটি/জেবি)
সংবাদটি শেয়ার করুন
চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত
চাকরির খবর এর সর্বশেষ

বিএসইসিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ

১০৯৭ নিবন্ধনধারীর নিয়োগে বাধা কাটাল

এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

১৯ মার্চই হচ্ছে ৪১তম বিসিএস পরীক্ষা

বিসিএস পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই: পিএসসি চেয়ারম্যান

৪৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট

১১ মাস ধরে বন্ধ চিলমারী-পার্বতীপুর ট্রেন চলাচল
