বইমেলা চলবে পহেলা বৈশাখ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৪১| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ১ ফেব্রয়ারির পরিবর্তে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের বইমেলা চলবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত।

বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকের পর হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘১৮ মার্চ বইমেলা শুরু হবে। শেষ হবে ১৪ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে এবারের বইমেলা। পরিস্থিতির কারণে স্টল স্থাপনেও কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার নাও পারে।’

করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করেই সবকিছু হবে জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘আমরা মূলত অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই সবকিছু হবে।’

এর আগে গত সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, ১৮ মার্চ থেকে মেলা স্বাভাবিকভাবে শুরু হবে। বইমেলা কবে শেষ হবে তার সুনির্দিষ্ট তারিখ তিনি সেদিন উল্লেখ করেননি। জানিয়েছিলেন, রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী অনুষ্ঠান করার চিন্তা রয়েছে তাদের।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা