পিরোজপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় এমাদুল হক নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেতমোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমাদুল হক মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (এসআই) আসাদ সাইফ জানান, ২০১৮ সালে এনজিও'র দায়েরকৃত অর্থ আত্মসাতের একটি মামলায় এমাদুল হককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও সেইসঙ্গে এক লাখ পাঁচ হাজার ৮০০ টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এক পর্যায়ে গোপন সংবাদে উপজেলার বেতমোর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তার এমাদুলকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল)

মন্তব্য করুন