করোনায় বিশ্বে ২৫ লাখ প্রাণহানি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৫ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৯০২ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৮০৭ জনের।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।
করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

এমন পরিস্থিতি কখনও দেখিনি: কান্নারত মুম্বাইয়ের চিকিৎসক

করোনায় চলে গেলেন কবি শঙ্খ ঘোষ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

করোনা প্রতিরোধী ট্যাবলেট আনছে ব্রিটেন

ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত পুলিশ

করোনার তাণ্ডব ভারতে, আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড পার

করোনায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৩০ লাখ মানুষ

জিনজিয়াংয়ে চীন মানবতাবিরোধী অপরাধ করেছে: এইচআরডব্লিউ

সাংবাদিকদের জন্য বিশ্বের নিকৃষ্টতম দেশ চীন: আরএসএফ
