গাজীপুরে অটোচালককে গলাকেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৩
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে রুবেল নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুবেল নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রুবেল কলেজ শিক্ষার্থী ছিল। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত।

জিএমপির কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল মিয়া জানান, নিহত রুবেলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা এবং কী কারণে তাকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা