‘পুলিশের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা পরিকল্পিত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৬
অ- অ+

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের সময় পুলিশের ছাত্রদল নেতাকর্মীদের হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান।

রবিবারের এই সংঘর্ষের ঘটনার পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

সংঘর্ষের ঘটনার পর রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘ঢাকা শহরের যেকোনো জায়গায় অনুষ্ঠান করতে হলে ডিএমপি কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। আজকে ছাত্রদল প্রোগ্রাম করার জন্য কোনো অনুমতি নেয়নি। তাদেরকে আমরা সকালে জানিয়েছি আপনারা অনুমতি নিয়ে প্রোগ্রাম করেন। সেটি না করে প্রেসক্লাবের এক ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর হামলা করে, প্রেসক্লাবের ভেতর থেকে ইট-পাটকেলও মারে।’

রমনা জোনের ডিসি বলেন, ‘আমরা খেয়াল করেছি, প্রেসক্লাবের ভেতরে কোনো ইট নেই। তাহলে এত ইট আসলো কোথা থেকে? তার মানে তারা ইট সংগ্রহ করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেছে। এটার জন্য পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/বিইউ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা