টিকা গ্রহীতা ৩২ লাখ, ২০ লাখই পুরুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২০:১৮
ফাইল ছবি

দেশে দিন দিন করোনার টিকা গ্রহীতার সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন নারীরা। বিভিন্ন শ্রেণি পেশার এ পর্যন্ত ৩২ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে ২০ লাখই পুরুষ। তবে নারীদের টিকা নেয়ার হার গত দুই-একদিনে কিছুটা বেড়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন। এ পর্যন্ত মোট টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন। আর নারী ১১ লাখ ৪৫ হাজার নয়জন। এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫৪ জনের শরীরে। এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন।

গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ২১ জনের শরীরে। এইদিনে যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন এবং ৪৬ হাজার ৬৬৫ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীতে একদিনে টিকা নিয়েছেন ২৪ হাজার ২০৫ জন। এই মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন চার লাখ ৬৫হাজার ৫৩১ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন তিন লাখ সাত হাজার ৯০৬ জন। আর নারী হলেন এক লাখ ৬১ হাজার ৬২৫ জন।

কোন বিভাগ টিকা নিয়েছেন কতজন

সারাদেশের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন নয় লাখ ৮৪ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে পুরুষ ছয় লাখ ৪২ হাজার ৪৯৩ জন ও নারী তিন লাখ ৪১ হাজার ৯৯৫ জন।

ময়মনসিংহ বিভাগে এক লাখ ৩৯ হাজার ২৮ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৮৭ হাজার ৫৩৭ জন আর নারী ৫১ হাজার ৪৯১ জন।

চট্টগ্রাম বিভাগে মোট টিকা নিয়েছেন সাত লাখ চার হাজার ৫৯৯ জন। এদের মধ্যে পুরুষ চার লাখ ৫৮ হাজার ১৬৯ জন। আর নারী দুই লাখ ৪৬ হাজার ৪৩০ জন।

রাজশাহী বিভাগে তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন। এদের মধ্যে দুই লাখ ২৭ হাজার ২৭২ জন পুরুষ আর নারী এক লাখ ২৮ হাজার ১০৯ জন।

রংপুর বিভাগে মোট দুই লাখ ৯৩ হাজার ২২৬ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ নিয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭২৮ জন। আর নারী এক লাখ চার হাজার ৬৯৮ জন।

খুলনা বিভাগে মোট নিয়েছেন চার লাখ ৯০৬ জন। এদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৪২ জন। আর নারী এক লাখ ৪৭ হাজার ৮৬৪ জন।

বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৩১ জন। এদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৭৯৫ জন। নারী ৫২ হাজার ১৩৬ জন।

সিলেট বিভাগে মোট টিকা নিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৬ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ২৪ হাজার ৭৮০। আর নারী ৭২ হাজার ২৮৬ জন।

(ঢাকাটাইমস/০১মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাওরে ৮০ শতাংশ পরিপক্ব হলে ধান কাটার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

বেইজিং পৌঁছে চীনা নগর-পল্লী মন্ত্রীর সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক

শহীদ শেখ জামাল ছিলেন কৃতী খেলোয়াড় ও দক্ষ সংগঠক: ক্রীড়ামন্ত্রী

উপজেলা নির্বাচন: সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ভরিতে ৩১৫ টাকা কমলো সোনার দাম

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ আবারও পাকিস্তানি কায়দায় ধর্মভিত্তিক রাষ্ট্র হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন যেন তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়: টিআইবি

গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক

আজ দেশের উদ্দেশে যাত্রা করবে এমভি আব্দুল্লাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :