প্রেসক্লাবে সংঘর্ষ: আগাম জামিন পেলেন সোহেলসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১২:৩৯| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৩:৩৮
অ- অ+

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৬ নেতা।

বুধবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

গত রবিবার জাতীয় প্রেসক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোহেলসহ বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ৪৭ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক পলাশ শাহ বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

সোমবার এই মামলায় গ্রেপ্তার ছাত্রদলের ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

(ঢাকাটাইমস/৩মার্চ/বিইউ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা