প্রভিডেন্ট ফান্ড চেয়ে পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৮:৫০
অ- অ+

বেতন, ছুটির টাকাসহ চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা চেয়ে আন্দোলনে নেমেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে, টাকা না দিয়ে নিরুদ্দেশ রয়েছেন মালিক নিছার উদ্দীন সোহাগ।

বুধবার সকাল থেকে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, তাদের বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক উধাও হয়ে গেছেন। তারা টাকা চাইলে, উল্টো কারখানা বন্ধ করে দেওয়া হয়। বার বার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো সুরাহা না পেয়ে আন্দোলনে নেমেছে তারা।

এদিকে, শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক বলে দাবি করেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের ম্যানেজার নূর মোহাম্মদ মানিক।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি বেপজা’র অধীনে। শ্রমিক নেতাদের নিয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। বেপজা কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন কারখানা বন্ধ রাখতে। এর মধ্যে মালিকের কোনো সন্ধান না মিললে বেপজা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।’

তিনি আরও জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়া আর কোনো বেতন বকেয়া নেই। কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের চেয়াম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা