ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ০৮:২৮
অ- অ+

ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার রাত ১০টার দিকে ডাঙ্গি নগরকান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার পলাশডাঙ্গা গ্রামের বিশারদ মিয়ার ছেলে। স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাওছার হোসেন জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গি নগরকান্দা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে থাকা যাত্রী সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ভালো না।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বুধবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করায় ট্রাকে করে যাত্রীরা তাদের বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনার শিকার হন তারা।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা