সিরাজগঞ্জে গাড়িচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ০৯:০৬
অ- অ+

সিরাজগঞ্জের কামারখন্দ থানাধীন ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বালুকোল এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মো. সুজন আলী শেখ নামে এক অটোরিকশা চালক। সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন আলী শেখ কামারখন্দ থানার খিদ্র ভদ্রঘাট গ্রামের মো. ইনসাব আলী শেখের ছেলে। মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. মোন্নাফ আলী শেখ বলেন, সুজন অটোরিকশা নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা