দ্বিতীয়বার ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১১:৪৩| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:৫৮
অ- অ+

জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বিতীয়বার চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গণমাধ্যমে পাঠানো এসিআই মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলতে আপাতত ভারতে অবস্থান করছেন টাইগার অলারউন্ডার। আর ইতোমধ্যেই তার দলের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে জয় পেয়েছে কলকাতায়।

আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের উপর ভরসা রেখেছে টিম কলকাতা। খেলেছেন সাকিব। ৪ ওভার বল করে ৩৪ রানের খরচায় নিয়েছেন একটি উইকেট। আর ওই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে সাকিবের কলকাতা। অতএব বোঝায় যাচ্ছে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরই মধ্যে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইয়ামাহার সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন। আগামী এক বছরের জন্য তিনি বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা