বিরল রোগগ্রস্ত শিশুর পাশে অজয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১৯:৪০
অ- অ+

বলিউডের অন্যতম অ্যাকশান হিরো অজয় দেবগণ। অভিনয় দিয়ে বহু বছর ধরে তিনি সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছেন। তবে সমাজসেবক অজয়কে অনেকেই চেনেন না। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। এবার বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এলেন অজয়।

ওই শিশুর নাম আয়াংশু গুপ্তা। তাকে নিজে সাহায্য করার পাশাপাশি ভক্তদেরও তার পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন অজয়। তিনি টুইটে লিখেছেন, ‘আয়াংশকে বাঁচান, ও স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে কঠিন অসুখে ভুগছে। ওর চিকিৎসার জন্য ১৬ কোটি টাকা এবং বিশ্বের সবচেয়ে দামি ওষুধের প্রয়োজন। আপনাদের সকলের অনুদান ওর উপকারে আসবে।’

অনুদান পাঠানোর জন্য একটি লিংকও অভিনেতা দিয়ে দিয়েছেন তার টুইট পোস্টের সঙ্গে।

এর আগে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছিলেন অজয়। অনুদান হিসাবে দিয়েছিলেন ৫১ লাখ টাকা। শুধু তাই নয়, মুম্বাইয়ের ধারাভি বস্তিতে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের খরচও বহন করেছিলেন ‘গোলমাল’ তারকা।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা