শাহজাদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২১:৪১
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় ভটভটি (নসিমন) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনেই মোটরসাইকেলের আরোহী। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।

নিহতরা হলেন- সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সন্ধ্যায় তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নসিমনের সাথে সলঙ্গাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার পোতাজিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা হাসপাতালে মৃতদেহের কাছে যাচ্ছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা