শুরুতেই ফিরলেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১০:৫৪| আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১১:০০
অ- অ+

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছে না বাংলাদেশের ওপেনাররা। শুরুতেই সাজঘরে ফিরেছেন দলীয় ওপেনার সাইফ হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরের ওভারেই ব্যর্থ সাইফ। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এখন ২৩ রানে তামিম এবং ০ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

প্রথম পয়েন্ট অর্জনে উদ্দেশ্যের এবার শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে মুমিনুল হকের দল। কেননা এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৫টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে টাইগাররা। বাংলাদেশই একমাত্র দল যারা এখনো কোনো পয়েন্ট পায়নি। টেবিলে নয় নম্বরে রয়েছে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা।

আগের পাঁচ ম্যাচে যাই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততেই সফরে গিয়েছে বাংলাদেশ। তবে দুদলে মুখোমুখিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কা সর্বোচ্চ সংগ্রহ ৭৩০ রান। আর বাংলোদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ রানে দেশের মাটিতে এই রেকর্ডটি গড়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিতে ১০৯০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কান কিংবদিন্ত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে সাতটি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন দুদলে যেকোনো ব্যাটসম্যানের বেশি ১৮১৬ রান।

বল হাতেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কালজয়ী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। মাত্র ২২ ইনিংসে সর্বোচ্চ ৮৯টি উইকেট লুফে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ১২ ইনিংসে সর্বোচ্চ ২৯টি উইকেটের নিতে সক্ষম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে অতীত পরিসংখ্যান যাই নির্দেশ করুক, পাঁচদিনের ম্যাচে প্রতি সেশনে ব্যাটে-বলে যে দল বেশি ভালো করতে পারবে, জয় আসবে পক্ষেই। কে জিতবে আর কে হারবে নাকি আবার ড্র হবে- সেটা বোঝা যাবে পাঁচদিনের ম্যাচ শেষেই।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা