দেড় ঘণ্টা পর নিভল বালুর মাঠ বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১৪:৩৯| আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৪:৫০
অ- অ+

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুর মাঠ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় পৌনে দুইটার আগে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছিলেন। তার সঙ্গে কথা বলার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আগুন নিভিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির এক অংশের ঘরগুলো পুড়ে গেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা