যশোরে মটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৬:৪৪
অ- অ+

যশোরের মনিরামপুরে স্বামীর মটরসাইকেল থেকে পড়ে রহিমা বেগম(২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গঘুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত গৃহবধূ মনিরামপুর উপজেলার ঘরিয়া ভরপতপুর গ্রামের রাশেদ হোসেনের স্ত্রী৷

নিহতের স্বামী রাশেদ ও চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে রাশেদ ও তার স্ত্রী রহিমা মটরসাইকেলযোগে তাদের বাড়ি ঘরিয়া থেকে বাবার বাড়ি ভরতপুর যাচ্ছিল৷ পথে গঘুধা এলাকায় পৌঁছালে অসাবধানতাবসত রহিমা মটরসাইকেলের পেছন থেকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়৷

পরে রাশেদ মটরসাইকেল থামিয়ে আহত রহিমাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় সার্জারি বিভাগের ইন্টার্ণ চিকিৎসক সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, রোগীর যে স্থানে ভেঙে গেছে ওই স্থানের আটারি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে৷

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা