মুন্সীগঞ্জে চাঁদার দাবিতে ডিসলাইন অফিসে তালা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ২৩:০৩
অ- অ+

মুন্সীগঞ্জে চাঁদার দাবিতে ক্যাবল অপারেট (ডিসলাইন) অফিসে তালা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সাইফ আকাশ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার বিকালে ৪টার দিকে সদর উপজেলার রিকাবীবাজার এলাকায় বর্ণালী ক্যাবল অপারেট অফিসে এ ঘটনা ঘটে। এতে অফিস বন্ধ থাকায় ২ ঘন্টার বেশি সময় স্থানীয় প্রায় ৪ হাজার গ্রাহকের ডিসলাইন সংযোগ বন্ধ হয়ে যায়।

জেলা ছাত্রলীগের সূত্রে জানা যায়, সাইফ কোন পদে না থাকলেও মিরকাদিম পৌর ছাত্রলীগের একজন সক্রিয়কর্মী।

ভুক্তভোগী বর্ণালী ক্যাবল অপারেটের স্বত্ত্বাধিকারী বাবুল আহমেদ জানান, আমার ছোট ভাইয়ের সাথে সাইফের ওয়াইফাই লাইনের ব্যবসা নিয়ে বিরোধ চলছে। সাইফ প্রভাব খাঁটিয়ে তার ৬০টি গ্রাহক নিয়ে যায়। এ বিষয়ে ফাঁড়িতে অভিযোগ করলে বৃহস্পতিবার বসে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে আজ বিকালে আবারও সে ৩টি মোটরসাইকেলে ৬জন লোক নিয়ে আমার অফিসে এসে কর্মচারীদের অকথ্য ভাষায় বকাবকি, হুমকি ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তালা লাগিয়ে দেয়। চাঁদা দেওয়ার আগে তালা খুললে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয় সে। তালা দেওয়ার বিষয়টি সিসিটিভি ফটেজে ধারণ করা আছে। অফিস বন্ধ থাকায় বিকালে র্দীঘ ২ ঘন্টা গ্রাহকদের সংযোগ দেওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে সাইফ আকাশ জানান, তালার ঘটনায় আমি যাইনি, আর চাঁদাও চাইনি। ব্যবসায়িক বিরোধ থেকে সে আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে। আমার অফিসেও তার লোকজন অনেকবার হামলা করেছে আগে।

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তালা দেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছি। তবে চাঁদার জন্য না অন্য কোন কারণে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পরে স্থানীয় লিটন কাউন্সিলর তালা ভেঙে দিয়েছে। এখন ডিস সংযোগ চালু রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
Navigating Complexity: The Role of Chaos Theory in Management Education
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা