তাড়াশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২১, ১১:৪৬
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার ও ৯ নম্বর ব্রীজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে একজনের হলেন উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিম উদ্দিনের ছেলে শাহীন (৪৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকি জানান, সকালে মহিষলুটি বাজারে একটি পত্রিকাবাহী ট্রাকসহ তিন ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহীন নামে এক ব্যক্তি নিহত হন, আহত হন আরো একজন।

অপরদিকে, ভোর ৫টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৯ নম্বর ব্রীজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের কেবিনের মধ্যে চাপা লেগে একজন নিহত হয়। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ট্রাকটি থানায় রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/৩মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা