বিরামপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

বিরামপুর (বিরামপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ২১:২৯
অ- অ+

র‌্যাবের অভিযোনে দিনাজপুরের বিরামপুরে ভারতীয় নিষিদ্ধ ৪০ বোতল ফেনসিডিলসহ কাজল উদ্দিন (৩২) ও দেলোয়ার হোসেন (২৬) নামে দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আনন্দবাজার এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক কাজল উদ্দিন পৌর শহরের মো. ফজলুর রহমান-এর ছেলে এবং দেলোয়ার হোসেন একই এলাকার মো. গোলাপ হোসেনের ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বিরামপুর সীমান্ত থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদে মঙ্গলবার রাতে শহরের আনন্দবাজার এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোম্পানি অধিনায়ক আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা