রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ১১:০৯| আপডেট : ১০ মে ২০২১, ১১:৪৬
অ- অ+

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর আইসি মেডিকেলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৬) নামের যুবক খুন হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শাহাদত হোসেন জানান, ভূঁইয়া সাব্বির নামে এক বন্ধু শাকিলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে সাব্বিরসহ ৫/৬ জন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওদের বন্ধুর থেকে শুনতে পাই ইফতার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সব বন্ধুরা মিলে শাকিলকে ছুরিকাঘাত করে।

নিহত শাকিলদের দক্ষিণখানের উত্তর ফায়দাবাদের গোয়ালটেক কবরস্থান রোডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা