মানবপাচার চক্রের হাতে বন্দি ১৬ জনকে উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২১, ১৮:১০
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব। এ সময় মানবপাচার চক্রের হাতে বন্দি ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ফারুক খান, সবুজ মিয়া ও দুদু মিয়া। মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, যাত্রাবাড়ী থানার ৪১/২ শহীদ ফারুক সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মানবপাচার চক্রের হাতে বন্দি থাকা ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চক্রের সদস্যদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজের উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ পাচার করে আসছিল তারা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/১১মে/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা