টিকা নিলে মাস্ক পরার দরকার নেই: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১৪ মে ২০২১, ১১:৫৫

গোটা বিশ্বে শুরু হয়েছে করোনার টিকাকরণ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ টিকার ডোজ শেষ করার পর অনেকটা সুরক্ষিত হলেও কোভিড বিধি মেনে চলা উচিত। তবে এর বিপরীত কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বললেন, টিকার দুটি ডোজ নেয়ার পর মাস্ক না পরলেও চলবে।

এক টুইটবার্তায় বাইডেন বলেন, ‘কোভিড ১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ আমেরিকার জন্য একটি ভাল দিন। কিছুক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'কয়েক ঘণ্টা আগে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ টিকা নেয়া মানুষের জন্য মাস্ক পরার দরকার নেই। ঘরে বা বাইরে কোথাও মাস্ক না পরার কথা জানিয়েছে তারা। আমার মনে হয় এটি বড় মাইলস্টোন। বড় দিন। আমরা যে দ্রুত সব অ্যামেরিকানদের ভ্যাকসিন দিতে সমর্থ হয়েছি, তার প্রতিফল এটা। গত ১১৪ দিন ধরে আমাদের টিকাদান বিশ্বকে এগিয়ে দিয়েছে। অনেকের মিলিতভাবে কঠোর পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে।'

তিনি বলেন,আমেরিকানদের হাতে ভ্যাকসিনের শট পৌঁছে দিতে যারা পরিশ্রম করেছেন তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী, গবেষক, ওষুধ কোম্পানি, জাতীয় রক্ষী, আমেরিকার মিলিটারি, এফইএমএ, গভর্নর, চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও আরও অনেকে।একটা দিন আসবে যেদিন আপনজনদের স্মৃতি চোখে জল আনার আগে ঠোঁটের কোণে হাসি ফোটাবে।

স্থানীয় সময়ে বুধবার সিডিসির তরফে ঘোষণা করা হয়েছে যারা পুরোপুরি করোনার ভ্যাকসিন পেয়েছেন তাদের বাড়ির ভিতরে বা বাইরে মাস্ক পরার দরকার নেই। ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশ করেছে সিডিসি। সেখানে জানানো হয়েছে, যদি কেউ পুরোপুরি টিকা নিয়ে থাকে তবে তাদের কাজ শুরু করতে কোনও অসুবিধা নেই।

ঢাকাটাইমস/১৪মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার কয়েকশ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: শি জিনপিং

গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :