পানিতে ভাসছে অমিতাভ বচ্চনের অফিস

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৫:৪৩| আপডেট : ১৮ মে ২০২১, ১৬:১২
অ- অ+

ঘূর্ণিঝড় তওকতের ছোবলে প্লাবিত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের অফিস ‘জনক’। আরব সাগরে এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত কেরালা, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। মুম্বাই শহরে একাধিক তারকার বাড়িঘরের উপরে হামলা করেছে তওকত। মঙ্গলবার সকালে নেটমাধ্যম ভর্তি ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও। কেউ শুধু লিখেও জানিয়েছেন অভিজ্ঞতার কথা।

সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘ঝড়ের মাঝে একেবারে ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। সারাদিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চার দিকে পানি, জনক-এ পানি ভর্তি হয়ে যাওয়া- ভয়াবহ! আমার কয়েকজন কর্মী পানিতে ভিজে গিয়েছিলেন। কারণ তারা সেখানে আশ্রিত ছিলেন, সেই ছাদ উড়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে তারা যেভাবে কাজ করেছেন, তা অনবদ্য। আমার আলমারী থেকে তাদের পোশাক দিয়েছি বদলানোর জন্য’।

এদিকে, আরেক সুপারস্টার অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান জানালেন, তার বাড়ির জানালা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সোমবার রাতে। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার পর নেটমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানালেন এই তারকা।

কয়েকটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রতি জানান, ‘ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা গতকাল। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয়ে পেয়ে যেতাম।’ শ্রুতি জানালেন, তার বাড়ির জানালা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল।

ঢাকাটাইমস/১৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা