শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২১, ১৬:৪৮
অ- অ+

কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজ পাড়ায় স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের হামলায় মঞ্জুর আলম (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুর আলম মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে ঈদগাঁও থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই স্ত্রী রুনা আক্তারসহ আটজনকে আটক করে।

নিহত মঞ্জুর আলম ঈদগাঁও কালিরছড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

অভিযোগে জানা গেছে, গত শুক্রবার ঈদগাঁও মাইজপাড়ায় দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের বাবা, মা, ভাইবোনসহ সবার হাতে ব্যাপক লাঠিপেটাসহ মারধরে গুরুতর আহত হন মঞ্জুর আলম। পরে এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পুলিশের।

জানা গেছে, নিহত মঞ্জুর দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। প্রবাস জীবনে যা আয় করেছেন তা বাংলাদেশে অবস্থানরত তার দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে পাঠাতেন। এদিকে তার স্ত্রী নিজের নামে কিনেছেন জমি। আর বানিয়েছেন বহুতল ভবনও। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ছুটিতে আসার পর আর বিদেশ যাওয়া হয়নি মঞ্জুর আলমের। অেভিযোগ রয়েছে, এরই মধ্যে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। ফলে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন রুনা আক্তার। এক পর্যায়ে বাবা-মা, ভাইবোনসহ সবাই মিলে দিন দুপুরে হত্যার উদ্দেশে মঞ্জুর আলমকে নির্মমভাবে মারধর করে।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২২মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
আজ ব্যাংক হলিডে: লেনদেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, ছুটি শেয়ারবাজারেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা