পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০২১, ১৫:০৪ | প্রকাশিত : ১১ জুন ২০২১, ১৪:২৬

রাজধানীর মিরপুরের পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তারকৃতরা হলো, আবদুর রহিম ও আবু তাহের।

শুক্রবার সকালে র্যা ব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

এএসপি ফজলুল হক জানান, রাজধানী মিরপুরের পল্লবীতে মাদকের একটি বড় চালান হাত-বদলের তথ্য পায় র্যা ব। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেন। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুইজন সদস্য আবদুর রহিম ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যা বকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে আসে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে থকে।

গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে বলে জানান র্যা বের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১১জুন/এআর/এএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সর্বজনীন পেনশনে ‘না’ ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

দেশি-বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

আ.লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

রাজধানীর ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

এই বিভাগের সব খবর

শিরোনাম :