বোয়ালমারীতে ৬০ পরিবারকে খাদ্য সহায়তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২১, ২১:২৪
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে করোনা দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন হয়ে পড়া ব্যক্তি, প্রতিবন্ধী, ভ্যানচালক, দোকানদার ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি হেল্পলাইন নম্বর ৩৩৩-তে আবেদন করলে ৬০টি পরিবারকে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। প্রতিটি খাবার প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ ও এক কেজি ডাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বোয়ালমারী উপজেলায় এ বছর করোনায় নগদ টাকা ও চালসহ এক হাজার ৪০০ এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সরকারি হেল্পলাইনে আবেদনের প্রেক্ষিতে তড়িৎ ৬০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক আবেদনে বোয়ালমারী উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
চার উইকেটের পতন, শ্রীলঙ্কাকে চাপ বাংলাদেশের
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা