২১৩ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৫:১৩
অ- অ+

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ২১৩ কোটি ৯৯ লাখ আট হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি মোট দুই কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৭৫৫টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭.৮০ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৯৪টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৫০ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮.১০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২৪ লাখ ৪৪ হাজার ৫৭৩টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৫০ কোটি পাঁচ লাখ ২৪ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০১ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, পাওয়ার গ্রীড লিমিটেড এবং বিবিএস ক্যাবলস লিমিটেড।

(ঢাকাটাইমস/১৭ জুন/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা