ঢাকায় আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ১৫:০২

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মেহরাজ হোসেন সৌরভ।

শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল শুক্রবার রাত আটটার দিকে মোহাম্মদপুর থানার সলিমুল্লাহ রোডে অভিযান চালায়। অভিযানে ‘আনসার আল ইসলামের’ সদস্য মেহরাজ হোসেন সৌরভকে গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি।

র‌্যাব জানায়, মেহেরাজ হোসেন রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ত্যাগ করেন। এছাড়াও তিনি দ্রুতই হিজরত করার পরিকল্পনাও করে আসছিল। বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলেন তিনি। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট থেকে প্রাপ্ততথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৯জুন/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :