কবিতা

‘যখন বাবা হলাম’

মুহাম্মদ তাজুল ইসলাম
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ১০:২৩
অ- অ+

বাবা যখন হলাম আমি

বয়স উনিশ কুড়ি

বিয়ের কিছু আগে পিছে

উড়াইতাম সেই ঘুড়ি।

বলতো বাবা পড়া লেখা

নিয়মিত চাই

ভাবতাম মনে বাবা বুঝি

আমার কাছে নাই।

হাত ধরে ওই বাবার সাথে

যেতাম হাটে ঘাটে

চলতে চলতে বলতো বাবা

মনযোগী হও পাঠে।

খেতাম কিনা খোঁজ রাখতো

ঘুরতে নিষেধ রাতে

বলতো বাবা রাত জাগলে

শরীর ক্ষতি তাতে।

দেখতে দেখতে বাবার বয়স

উনষাট কিংবা ষাট

এতো দিনে বাবা নিজে

আগেই চুকিয়ে পাঠ।

বাবা হয়ে এখন বুঝি

আমায় কেনো বকতো

বিপদে ও বাবা আমায়;

বুকে আগলে রাখতো।

বাবা মানে নিখাঁদ আশ্রয়,

বাবাই আপন ঘর,

বাবার মতো নিজের করে; কেউ

ভাবেনা জীবনভর।

জীবন কি তবে আমার জন্য

নাকি বাবার জন্য ছেলে

বুঝবে সবই আর দেরি নয়

তুমি বাবা হলে।

লেখক: কবি ও কলামিস্ট

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা