ঝালকাঠিতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনজনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ২২:০৭
অ- অ+

ঝালকাঠির মঠবাড়ি ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবির পারভেজ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহতাবের (তালা) সমর্থক নারগিস বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী রুমানা ইয়াসমিনের (বই) সমর্থক সুমন হোসেন ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী মর্জিনা বেগমের (কলম) সমর্থক সাথী আক্তার।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্বাচন চলার সময়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৪টি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাইরে নিয়ে যায়। কেন্দ্রের দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং ১টি ব্যালট বই উদ্ধার করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে তাদের ৬ মাসের সাজা প্রদান করে।

এদিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় আলগী গ্রামের মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে  এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা