টানা বর্ষণে জলাবদ্ধতা, রূপগঞ্জে লাখো মানুষ পানিবন্দী

জাহাঙ্গীর মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২১, ২২:২৫

গত কয়েকদিনের টানা বর্ষণের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে আছেন প্রায় এক লাখ বাসিন্দা। এতে সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলারগোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা, বিজয় নগর, দক্ষিণপাড়া, নাগেরবাগ, ৫ নং ক্যানেল, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারাব পৌরসভার কর্ণগোপ, মাসাবো, তারাব, রূপসী, খাদুন, মৈকুলী, কাঞ্চন পৌরসভার কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে এ পানিবন্দীর চিত্র দেখা যায়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, যত্রতত্র বালু ভরাট, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ এ জলাবদ্ধতার মূল কারণ হিসেবে জানা যায়।

গোলাকান্দাইল ইউনিয়নের বাসিন্দারা অভিযোগ করে বলেন, এ ইউনিয়নের ৪ নম্বর, ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বর্ষা এলেই এ তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকাগুলোতে সরেজমিনে গিয়ে জানা যায়, সাধারণ মানুষ কেউ হাঁটু পানিতে, আবার কেউ কেউ গলা পানিতে নেমে চলাচল করছেন। মানুষের ঘরেপানি প্রবেশ করেছে।

ভুক্তভোগী জাকির হোসেন বলেন,খাল দখল করে রাখায় রাস্তাঘাট ও ঘরের ভেতরে পানি প্রবেশ করেছে। আমার প্রায় বেশকয়েকটি ঘর ভাড়া দেওয়া ছিল। সবকটি ঘরে পানি প্রবেশ করায় ভাড়াটিয়ারা চলে গেছে।

ভ্যানচালক মিঠু বলেন, আমাগো ঘরে পানি গেছে অহন আমরা যামু কই।করোনার লাইগা ভ্যান লইয়া বাইরে যাইতে পারি না পুলিশ দইরা মারে। আর ঘরে মইধ্যে পানি যাওনে ঘরে থাকন যায়না।

এ ব্যাপারে উপজেলানির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, উপজেলার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে শুনেছি। জলাবদ্ধতার নিরসনের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :