ঠাকুরগাঁওয়ে করোনায় আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:১৩ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১২:০৪

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। অন্যদিকে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৪১ জনে। ইতোমধ্যে তিন হাজার ৯২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ৩০ দশমিক ৬৩ শতাংশ। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় তিনজন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬৩ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জ উপজেলায় ৫০ বছর বয়সী একজন পুরুষ এবং রানীশংকৈল উপজেলায় ৫৫ বছর বয়সী একজন পুরুষ । তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, পীরগঞ্জ উপজেলায় ১৫, রানীশংকৈল উপজেলায় ১৬, বালিয়াডাঙ্গী উপজেলায় সাতজন এবং হরিপুর উপজেলায় নয়জন।

সিভিল সার্জন সবার উদ্দেশে বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।’

(ঢাকাটাইমস/২৫জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :