শতভাগ জনগণকে টিকা দিতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১৪:১৬| আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:২২
অ- অ+

করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষার জন্য দেশের শতভাগ জনগণকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বুথ উদ্বোধন করা হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন অভুক্ত না থাকে, চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবেকাজ করে যাচ্ছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে এবং শতভাগ জনগণকে টিকা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সরিষাবাড়িতে আমার উদ্যোগে আরও ১৮টি বুথে রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে। বুথের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা