নুসরাতকে ছেড়ে মধুমিতার কাছে ফিরলেন যশ?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১২:৩১| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৪৯
অ- অ+

স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ টুগেদার করছেন ওপার বাংলার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। নায়িকার গর্ভে যে সন্তান রয়েছে, তাও নাকি যশের। এমন গুঞ্জন সর্বত্র। এমন গুঞ্জনের মাঝেই এবার যশের সঙ্গে নাম জড়ালো অভিনেত্রী মধুমিতা সরকারের।

সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার নতুন পোস্ট ঘিরে নতুন চর্চা শুরু করেছেন নেটিজেনরা। তবে এ প্রেম রিয়েলে নয়, রিলে। শোনা যাচ্ছে, আবার পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা’ টিভি ধারাবাহিকের ‘অরণ্য’ আর ‘পাখি’।

তবে এবার আর ছোটপর্দায় নয়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ ও মধুমিতা। শনিবার এ জুটির একসঙ্গে একটি ছবি দিয়ে টুইটার পোস্টটিও করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার মাহেন্দ্র সোনি। লেখেন, ‘কিছু একটা পাকছে।’

পরে এই টুইটটি শেয়ার করেন যশ। তবে তিনি আর মধুমিতা একসঙ্গে আবার কোন ছবিতে কাজ করছেন, পরিচালক কে, কবে থেকে কাজ শুরু- এসব কিছুই নিজের টুইটে খোলসা করেননি মাহেন্দ্র সোনি।

‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের দৌলতে ‘অরণ্য’ আর ‘পাখি’র রসায়ন দর্শকমহলে হিট হলেও একসময় শোনা যেত ব্যক্তিগতভাবে যশ-মধুমিতার সম্পর্ক খুব একটা ভালো নয়।

যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়ে একসময় যশ নিজেই জানিয়েছিলেন, তিনি আর মধুমিতা ঘনিষ্ঠ বন্ধু না হলেও তাদের সম্পর্ক পেশাদার। তবে ছোট পর্দার পর এবার বড় পর্দায় যশ-মধুমিতার রসায়ন কতটা মন কাড়ে সেটাই দেখার।

ঢাকাটাইমস/০১আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা