প্রাইম ব্যাংক নিয়ে এলো কর্পোরেট গ্রাহকদের জন্য ‘প্রাইমপে’ সেবা

অল্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৩:৩১| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩:৪৬
অ- অ+

বিইএফটিএন ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকসন, ফান্ড ট্রান্সফার পুল ও রকেট-এ পেমেন্ট সুবিধা তহবিল স্থানান্তরে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে কর্পোরেট গ্রাহকদের জন্য অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’। এর ফলে গ্রাহকদের জন্য তহবিল স্থানান্তর আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিইএফটিএন ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকসন ও ফান্ড ট্রান্সফার পুল এর সাহায্যে কর্পোরেট গ্রাহকবৃন্দ তাদের কালেকশন ও রিসিভ্যাবেলসে আরও কার্যকরভাবে নজরদারি করতে পারবে। এর ফলে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে প্রাপ্য অর্থের ব্যবস্থাপনা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। “প্রাইমপে”-তে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন রয়েছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সকল ধরনের রিপোর্ট ও প্রতিবেদন প্রদান করবে।

এছাড়াও গ্রাহকরা ‘প্রাইমপে’ থেকে সরাসরি ‘রকেট’ ওয়ালটে তহবিল স্থানান্তর করতে পারবেন। ‘রকেট’-এ তহবিল স্থানান্তর প্রমাণ করে যে, পেমেন্টের সুবিধা আরও বিস্তৃত করতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকরা ‘রকেট’-এ একক বা একাধিক লেনদেনের সুবিধা পাবেন। যেকোন সময় যেকোন জায়গা থেকে ‘প্রাইমপে’ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে এবং পরবর্তীতে যাচাইয়ের জন্য লেনদেনের পুরো বিবরণী পাওয়া যাবে।

এ সুবিধা সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ বলেন, “নতুন এ সেবার ফলে ‘প্রাইমপে’ এর মাধ্যমে গ্রাহকরা অনেকগুলো প্ল্যাটফর্মে কালেকশন ও লেনদেন করার সুবিধা পাবেন।

আমরা মনে করি, এই বিশেষায়িত সেবার ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাদের বর্তমান সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা ‘প্রাইমপে’ -তে প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা যুক্ত করে সেবা পরিধি বৃদ্ধি করবো।

(ঢাকাটাইমস/৩আগষ্ট/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
Navigating Complexity: The Role of Chaos Theory in Management Education
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা