টাঙ্গাইলে পাঁচ ঘণ্টার ব্যবধানে করোনার উপসর্গে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২০:৩১
অ- অ+

টাঙ্গাইলের দেলদুয়ারে পাঁচ ঘণ্টার ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফজলুর রহমান (৮৭) করোনা উপসর্গে মারা যান। এরপর রাত দেড়টার দিকে রেজাউর রহমান (৮৫) নামে তার আরেক ভাইয়ের মৃত্যু হয়। উভয়েই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত দুই ভাই উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মরহুম তাজেক আলীর ছেলে। রেজাউর রহমান স্থানীয় পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। উভয়ের শরীরে করোনার উপসর্গ ছিল বলে জানা গেছে।

মৃত রেজাউল রহমানের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শফিউর রহমান তার বাবা ও চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল আজহার দিন থেকে উভয়ের শরীরে করোনা উপসর্গ (জ্বর, ঠান্ডা ও কাশি) ছিল। সম্প্রতি তারা উভয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। রেজাউর রহমান চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালেই মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগেও ভুগছিলেন। এর আগে সন্ধ্যায় একই উপসর্গে তার চাচা ফজলুর রহমানও মারা যান।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
Navigating Complexity: The Role of Chaos Theory in Management Education
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা