তিন মাস পর চল্লিশের নিচে নামল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

তিন মাস পর দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চল্লিশের নিচে নামল। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা ৯৩ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যু হয়। সেদিন ৩৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এরপর মৃত্যুর সংখ্যা এতো কমেনি।

এদিকে মৃত্যুর কমার পাশাপাশি গত এক দিনে ২ হাজার ৩২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ২ হাজার ৩২৫ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৮.৬৫ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২০ জন পুরুষ ও ১৮ জন নারীসহ মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে মৃত্যুর এ সংখ্যা ৯৩ দিনের মধ্যে সবচেয়ে কম। অর্থাৎ তিন মাস পর মৃত্যু চল্লিশের নিচে নেমে এসেছে। সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যু হয়। সেদিন ৩৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। তার পরেরদিন ১০ জুন ৪০ জন, ১১ জুন ৪৩ জন, ১২ জুন ৩৯ জন ও ১৩ জুন ৪৭ জনের মৃত্যু হয়। এরপর ১৪ জুন মৃত্যু ৫০ ছাড়ায়।

এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :