ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা প্রকৌশলীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫
অ- অ+

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফোরদৌস আক্তারের মেয়ে প্রকৌশলী তাহেরা মোস্তফা (২২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার রাতে তাকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বাবার পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

তাহেরার পারিবারিক সূত্রে জানা যায়, তাহেরা রাজধানীতে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। সেখানে গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন। তাহেরাকে পরিবারের লোকজন রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখেন। তার শরীরের প্লাটিলেট বার বার কমতে থাকায় বার বার তাকে ব্লাড দেয়া হয়। কিন্তু কোনো কিছুতেই ব্লাডের প্লাটিলেট নির্দিষ্ট রাখা সম্ভব হয়নি। এ অবস্থায় শুক্রবার একই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহেরা।

তাহেরা আক্তার হাজীগঞ্জ মধ্য বাজারের বিশিষ্ট বাটা ব্যবসায়ী মোস্তফা পাটোয়ারী ওরফে বাটা মোস্তফার মেয়ে। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিল তাহেরা।

প্রকৌশলী তাহেরা আক্তার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশনের উপর গ্র্যাজুয়েশন করেন। তার স্বামীর বাড়ি কচুয়ায়। তবে তাকে তার বাবার বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক করবস্থানে শুক্রবার রাতে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
আজ ব্যাংক হলিডে: লেনদেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, ছুটি শেয়ারবাজারেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা