রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কামাল হোসেন নামে এক জুতা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরে বাধা দেয়ায় ব্যবসায়ীর স্ত্রী ও শ্যালক ও ভাড়াটিয়াকে লাঠিপেটারও অভিযোগ উঠেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রবিবার দুপুরে কামাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি গোলাকান্দাইল ৫ নং ক্যানাল এলাকায় জুতার ব্যবসা করেন। তার সঙ্গে একই এলাকার আবু বক্কর, জাকির হোসেন, রাসেল ও নাজমুলের সঙ্গে কামাল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আবু বক্কর, জাকির হোসেন, রাসেল ও নাজমুলসহ অজ্ঞাত ১৪/১৫ জন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেনের বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালাতে থাকে। এসময় কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম ও শ্যালক সুলতান ও ভাড়াটিয়া আব্দুস সামাদ বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তারা বসতবাড়ি ভাঙচুর করে ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করে। তাদের ডাক-চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে কামাল হোসেন ৯৯৯ এ কল দিলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :