ষাটোর্ধ্বদের টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬
অ- অ+
ফাইল ছবি

৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে ষাটোর্ধ্বরা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ফেসবুক লাইভে এসে এই কথা জানান।

ডা. খুরশীদ আলম বলেন, প্রতি সপ্তাহে নির্ধারিত একদিনের ভিত্তিতে নিবন্ধিত-অনিবন্ধিত এবং ষাটোর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার সময় যারা বয়স্ক, তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে পান সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ বা পর্যালোচনায় দেখা গেছে, ষাটোর্ধ্ব জনগোষ্ঠী বেশির ভাগ ক্ষেত্রে সংক্রমিত হয়েছেন এবং তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বেশি। এটা মাথায় রেখে টিকাদান কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি।’

টিকার সংকট কেটে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি টিকা দেওয়াসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এজন্য মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচিকে আরও কী করে বাড়ানো যায় বা সম্প্রসারণ করানো যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ইতিমধ্যে দেশে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, আর তাই সেসব স্কুল-কলেজে আগে যেখানে টিকাদান কর্মসূচি চলত, বিশেষত স্কুল, সেই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে এবং উপজেলার যেকোনো বড় হলরুমে টিকা দেওয়ার ব্যবস্থা করবো। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টিকাদানের পাশাপাশি স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা দেওয়া হবে। সপ্তাহের যে দুই দিন নিয়মিত টিকাদান কার্যক্রম থাকবে না, এমন দুই দিন করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
Navigating Complexity: The Role of Chaos Theory in Management Education
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা