স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

বরিশাল জেলার হিজলা উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে। আতাউল্লাহ মোল্লা নামে এ যুবকের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আতাউল্লার তিন সহযোগী শরীফ, সেফায়েতউল্লাহ এবং রুবেল সিকদার ওই শিক্ষার্থীর চিকিৎসায় বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার বেলা ১১টায় এই ঘটনা ঘটনার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে পৌঁছে দেয়। এরপর আতাউল্লার তিন সহযোগী ওই শিক্ষার্থীকে চিকিৎসা নিতে বাধা দেয়। পরে বেশি রক্তক্ষরণ হলে সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে।

ভুক্তভোগীর প‌রিবার জানায়, নদী বেষ্টিত মেমানিয়া ইউনিয়ন সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে আতাউল্লাহ ও তার সহযোগীরা মুখে কাপড় গুঁজে পাশের পানের বরজে নিয়ে তাকে ধর্ষণ করে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মোতা‌লেব বলেন, তিনি ঘটনা জানার পর শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং পুলিশকে খবর দেন।

ধর্ষণের শিকার মেয়েটির মা এ ঘটনার উপযুক্ত বিচার চেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরাজ বলেন, মেয়েটির রক্তক্ষরণ হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রেফার করবেন তারা।

এ বিষয়ে হিজলা থানার এসআই তারিকুল হাসান বলেন, তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। পাশাপা‌শি এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, দরিদ্র জেলে পরিবারের সন্তান বলে ন্যায়বিচার থেকে যেন ভুক্তভোগী বঞ্চিত না হয় এবং আতাউল্লাহ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাদি করছেন এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সালথায় ভোটের আগমুহূর্তে নির্বাচন ছাড়লেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

এই বিভাগের সব খবর

শিরোনাম :