নজরুল ইসলাম খান সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০
অ- অ+
নজরুল ইসলাম খান (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাতে এই রাজনীতিবিদের ডিসেন্ট্রি হলে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার বিকালে ঢাকাটাইমসকে জানান, গত দুই দিন ধরে নজরুল ইসলাম খান ডিসেন্ট্রি সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে হঠাৎ প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ রাখছেন বলেও জানান শায়রুল কবির।

এদিকে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের সুস্থতা কামনা করে সংগঠনটির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা