কেশবপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
অ- অ+

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে ঢাকা থেকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামের মেয়েটি এবার এসএসসি পরীক্ষার্থী। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। কেশবপুর চিংড়া সড়কে পৌঁছালে একই গ্রামের আবুল কাশেম নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন ছাত্রীর বাবা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক অরুপ কুমার দাস বলেন, প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। রবিবার ভিকটিম ও গ্রেপ্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা